April 19, 2024, 6:00 pm

বগুড়ায় চার ইউপি নির্বাচনে বিজয়ী হলেন যারা

স্টাফ রিপোর্টার : বুধবার বগুড়া গাবতলীর সুখানপুকুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলমগীর রহমান আলম (নৌকা মার্কা) ৪ হাজার ৪শ’ ৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোর্শেদুর রহমান বাবুল (চশমা) পেয়েছেন ৪ হাজার ১শ’ ৭১ ভোট। আর ৩ হাজার ৭শ’ ৫৬ ভোট পেয়ে তৃতীয়স্থানে রয়েছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী (আ.লীগের বিদ্রোহী) এস এম লতিফুল বারী মিন্টু (ঘৌড়া)। এছাড়াও চেয়ারম্যান প্রার্থী এজাজ আহমেদ লাবলু (মোটর সাইকেল) পেয়েছেন ২ হাজার ৪শ’ ৪৬ ভোট এবং সাহাদত হোসেন মন্টু (আনারস) পেয়েছেন মাত্র ১শ’ ৯৮ ভোট।

এদিকে নন্দীগ্রাম উপজেলার ১ নং বুড়ইল ইউপি নির্বাচন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ইভিএমের মাধ্যমে সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। উক্ত নির্বাচনে নন্দীগ্রাম উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আব্দুস সালামের নিকট থেকে মোট ১৬টি কেন্দ্রের সর্বশেষ প্রাপ্ত ফলাফলে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ জিয়াউর রহমান জিয়া (অটোরিকশা) প্রতিকে ১১ হাজার ২শ’ ৭০ ভোট পেয়ে বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দন্দ্বী অপর স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল মালেক (চশমা) প্রতীকে ৬ হাজার ৯শ’ ১৮ ভোট পেয়েছেন। মোঃ জিয়াউর রহমান জিয়া ৪ হাজার ৩৫২ ভোট বেশি পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।  অপরদিকে আরেক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ভবেশ চন্দ্র প্রামানিক (ঘোড়া) প্রতীকে ৩ হাজার ৯শ’ ২৯ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন। মোঃ মোফাজ্জল হোসেন মন্ডল (মোফা) বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত (নৌকা) প্রতিকে ১ হাজার ৮শ’ ৩৪ ভোট পেয়েছেন। উল্লেখ্য, বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত ৮ম তফসিল অনুযায়ী ১৫ জুন ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করে। নির্ধারিত তারিখে এই প্রথম ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এবার বুড়ইল ইউনিয়নে মোট ৬ জন চেয়ারম্যন প্রার্থী ভোটে অংশ গ্রহণ করে। বুড়ইল ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৩০ হাজার ৩শ’ ২৬ জন।

অপরদিকে কাহালু উপজেলার দুর্গাপুর ইউপি নির্বাচনে বিএনপি দলীয় স্বতন্ত্র প্রার্থী শাহ মো. মাসুদ হাসান রনজু বেসরকারী ভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। গতকাল বুধবার ইভিএম পদ্ধতিতেএ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচিত চেয়ারম্যান রনজু মোটর সাইকেল প্রতিক নিয়ে ভোট পায় ৬ হাজার ৩২৬। নিকটতম প্রার্থী নৌকা প্রতিকের বর্তমান ইউপি চেয়ারম্যান বদরুজ্জামান খাঁন বদের পেয়েছেন ৫ হাজার ৮৬৩ ভোট। নির্বাচনে ১৪ হাজার ৭৮৯ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে। বাতিল ভোটের সংখ্যা ছিল ৩৮টি। ভোট প্রদানের শতকরা হার ছিল ৮০ দশমিক ৫৭ ভাগ।

সারিয়াকান্দি উপজেলার চালুয়াবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচন শান্তিপূর্ণ ভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। ৯টি ওয়ার্ডের ১০টি ভোট কেন্দ্রে ইভিএমে ভোট গ্রহণ শেষে উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার সাখাওয়াত হোসেন উপজেলা পরিষদ হল রুমে রাত সাড়ে ৮টায় বেসরকারী ভাবে নির্বাচনী ফলাফল ঘোষনা করেন। বেসরকারী ফলাফল অনুযায়ী আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী তাজুল ইসলাম বাদশা ভুঁইয়া (নৌকা) ৩০৫৫ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী শওকত আলী (আনারস) পেয়েছেন ২৫৯১ ভোট।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD