April 20, 2024, 4:22 am

কুসিক নির্বাচন: প্রচার-প্রচারণা শেষ, ভোট বুধবার

যমুনা নিউজ বিডিঃ  টানা ১৮ দিনের বিরামহীন প্রচারণা শেষে অনেকটাই ক্লান্ত কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনের প্রার্থীরা। শেষ দিনে কেউ গণসংযোগে বের না হলেও থেমে নেই স্থানীয় এমপি বাহার ইস্যুতে কথার লড়াই।

সোমবার (১৩ জুন) নিজ বাসায় সংবাদ সম্মেলন করেন মেয়রপ্রার্থী মনিরুল হক সাক্কু। এসময় তিনি বলেন, সংসদ সদস্য বাহারের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়া ইসির জন্য লজ্জাজনক। এছাড়া সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কার কথা জানান।

তার জবাবে রানী দিঘিরপাড়ে নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলন ডাকেন আওয়ামী লীগ প্রার্থী আরফানুল হক রিফাত। তার অভিযোগ, নিজেদের ক্লিন ইমেজ তৈরি করতে কুমিল্লায় আওয়ামী লীগ প্রার্থীকে ঘায়েল করতে চাচ্ছে ইসি।

নির্বাচন কমিশন বলছে, নির্দেশের পরও এলাকা না ছাড়ায়, সম্মান গেছে তারই, ইসির নয়। এদিন ভোটের পরিস্থিতি দেখতে কুমিল্লায় আসেন নির্বাচন কমিশনার আহসান হাবীব খান।

তিনি বলেন, আইনের দুর্বলতায় সংসদ সদস্য বাহারকে এলাকা ছাড়া করা যাচ্ছে না। এতে ইসি নয়, সম্মান হারিয়েছেন এমপি বাহার।

ইতোমধ্যে কেন্দ্রে মক ভোটিংয়ে ভোট দিয়েছেন ভোটাররা। এরই মধ্যে নির্বাচনী এলাকায় মোতায়েন করা হয়েছে বিজিবি৷ মঙ্গলবার কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হবে নির্বাচনী সরঞ্জাম।

সোমবার (১৩ জুন) রাত ৮টায় শেষ হয়েছে প্রার্থীদের গণসংযোগ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD