March 28, 2024, 8:59 pm

পরের ম্যাচ জিততে মুখিয়ে এমবাপে

যমুনা নিউজ বিডিঃ অস্ট্রিয়ার বিপক্ষে ড্র করা ফ্রান্সের মতো দলের জন্য প্রায় হারের সমানই। তবু বিশ্ব চ্যাম্পিয়নদের রক্ষা যে হারতে হারতে একটি পয়েন্ট অন্তত মিলেছে। সেই পয়েন্ট পেয়ে স্বস্তি কিছুটা পাচ্ছেন কিলিয়ান এমবাপে, তবে মন ভরেনি তার স্বাভাবিকভাবেই। পরের ম্যাচটি জিততে তাই মুখিয়ে আছেন তারকা এই ফরোয়ার্ড। নেশন্স কাপের ম্যাচে শুক্রবার ভিয়েনায় ১-১ গোলে ড্র হয় অস্ট্রিয়া ও ফ্রান্সের ম্যাচ। প্রথমার্ধে পিছিয়ে থাকার পর এমবাপের দুর্দান্ত গোলে ফ্রান্স সমতা ফেরায় ৮৩তম মিনিটে। হালকা চোট ও লম্বা ক্লাব মৌসুমের ক্লান্তির কারণে বিশ্রাম দিতে এমবাপেকে এ দিন শুরুর একাদশে রাখেননি ফরাসি কোচ দিদিয়ে দেশম। অবস্থা বেগতিক দেখে ৬৩ মিনিটে তাকে নামাতেই হয়। ২৩ বছর বয়সী ফরোয়ার্ডই শেষ পর্যন্ত হয়ে ওঠেন দলের ত্রাতা। চার মিনিট পর অবশ্য দলকে জেতানোর সুযোগও পেয়েছিলেন এমবাপে। করিম বেনজেমার সঙ্গে ওয়ান-টু খেলে শট নিয়েছিলেন তিনি, কিন্তু অস্ট্রিয়া গোলকিপারের হাত ছুঁয়ে বারে লেগে বল আর ঢোকেনি জালে। তিন ম্যাচে স্রফে দুই পয়েন্ট নিয়ে গ্রুপে এখন তলানিতে ফ্রান্স। তবে হতাশা পেছনে ফেলে সোমবার ক্রোয়েশিয়ার বিপক্ষে জিততে মরিয়া থাকবেন তারা, ম্যাচের পর বললেন এমবাপে। “আজতে জিততে পারিনিৃ এখানে যে জন্য এসেছিলাম, তা করতে পারিনি। তবে এই পয়েন্ট আমাদের একটা প্রাপ্তি, চেষ্টা করব সোমবারের ম্যাচ জিততে।” “আমি শতভাগ (ফিট) নই। তবে কোচের যদি আমাকে প্রয়োজন হয়, অবশ্যই প্রস্তুত থাকব। ছুটির আগে এটাই তো শেষ ম্যাচ, নিজেদের আরেকটু অনুপ্রাণিত তাই করতেই পারি।” চোট আর ক্লাব মৌসুমের ক্লান্তির কারণে আগের ম্যাচগুলোর মতো এই ম্যাচেও সেরা একাদশ না নামিয়ে কিছু পরীক্ষার পথ বেছে নেন ফরাসি কোচ দেশম। দল ড্র করায় তাই হতাশ হলেও একেবারে মুষড়ে পড়ছেন না তিনি। “তিন পয়েন্ট পাওয়া খুব ভালোভাবেই সম্ভব ছিল। আমি অবশ্যই হতাশ যে এতগুলো সুযোগ পেয়েও কাজে লাগাতে পারিনি আমরা। তবে দুর্ভাবনা নেই। অনেক সময়তো সুযোগ কম পেলেও গোল আমরা বেশি করে ফেলি।” “আমাদের ফুটবলারদের অনেকেই ক্লান্ত, টুকটাক কিছু চোট সমস্যা আছে। তবে এটাকে অজুহাত হিসেবে দাঁড় করাতে চাই না।”

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD