April 20, 2024, 3:39 am

সীতাকুন্ডে দুর্ঘটনায় নিহতদের স্মরণে নওগাঁয় আলোক প্রজ্জ্বলন

নওগাঁ সদর প্রতিনিধি : চট্টগ্রামের সীতাকুন্ডে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ দুর্ঘটনায় নিহতদের স্মরণে নওগাঁয় আলোক প্রজ্জ্বলন করা হয়েছে। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার রাতে স্থানীয় সামাজিক সাংস্কৃতিক সংগঠন ‘একুশে পরিষদ’ নওগাঁ’র উদ্যোগে প্যারিমোহন লাইব্রেরি চত্বরে এই আলোক প্রজ্জ্বলন করা হয়। পরে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সমাবেশে নিহতদের স্মরণে বক্তব্য রাখেন- সংগঠনটির সভাপতি ডি এম আব্দুল বারী, উপদেষ্টা বিন আলী পিন্টু, মুকুল চন্দ্র কবিরাজ, রফিকুল ইসলাম রফিক, প্রতাপ চন্দ্র সরকার, সুবল চন্দ্র মন্ডল, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন লিটন, সাবেক সাধারণ সম্পাদক এম এম রাসেলসহ প্রমুখ। বক্তারা বলেন, এই ঘটনার সুষ্ঠু তদন্ত মাধ্যমে কিভাবে এই দুর্ঘটনাটি ঘটেছে বা এর জন্য দায়ী কে? সেটি খুঁজে বের করে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনায় কোন বাবা-মা সন্তান হারা না হয়। কোন পরিবার যেন উপার্জন ম ব্যক্তিকে না হারায়। এ ঘটনায় যারা হতাহত হয়েছে সরকারিভাবে তাদেরকে সু-চিকিৎসার ও পুনর্বাসন দাবিও জানান বক্তারা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD