September 8, 2024, 7:22 am
ষ্টাফ রিপোর্টারঃ বগুড়ায় দুইটি ধারালো বার্মিজ চাকুসহ ৬ মামলার আসামি ৪০ বছর বয়সী সাইফুল্লাহ রুমনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩০ মে) দুপুর আড়াই টার দিকে শহরের সাতমাথা ফুলপট্টি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার রুমন শহরের ঠনঠনিয়া ব্যাংকপাড়া এলাকার আব্দুল কাইয়ুমের ছেলে।
পুলিশের দাবি, রুমন শহরের বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতির মতো সংঘবদ্ধ অপরাধের সাথে জড়িত। তার বিরুদ্ধে চুরি,ডাকাতি ও চাঁদাবাজির ২ টি করে মোট ৬ টি মামলা চলমান আছে।
বগুড়া বনানী পুলিশ ফাঁড়ির (উপ-পরিদর্শক) এসআই সাজ্জাদুল ইসলাম জানান, গ্রেফতার রুমন একজন পেশাদার অপরাধী। তার বিরুদ্ধে প্রচলিত অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।