July 27, 2024, 9:48 am

২১ কেজির ভোল মাছ সাড়ে ৩ লাখ টাকায় বিক্রি

যমুনা নিউজ বিডি: বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে ২১ কেজির একটি ভোল মাছ। মাছটি বিক্রি হয়েছে সাড়ে ৩ লাখ টাকায়।

রোববার (১৯ মে) সকালে পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে মাছটি সোলায়মান নামের এক ব্যবসায়ী কিনে নেন।

পাথরঘাটার মোস্তফা গোলাম কবিরের মালিকানাধীন এফবি তন্ময় ট্রলারের মাঝি মো. জামাল হোসেন বলেন, গভীর সাগরে মাছ ধরে পাথরঘাটা বিএফডিসি ঘাটে আসি। ইলিশসহ অন্যান্য মাছের সঙ্গে কয়েকটি ভোল মাছ ধরা পড়ে জালে। বিএফডিসি ঘাটে মাছ উঠানোর পর একটি মাছের ওজন হয় ২১ কেজি, ৬ লাখ ৬০ হাজার টাকা মণ হিসেবে যার দাম হয় সাড়ে ৩ লাখ টাকা। ওই মাছটি কিনে নেন পাথরঘাটার সোলায়মান নামে এক ব্যবসায়ী।

সুস্বাদু এই মাছের রয়েছে ঔষধি গুণ। তাই এ মাছের দাম এত বেশি। মাছ ব্যবসায়ীদের কাছ থেকে ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এ মাছ কিনে নেয় বলে তারা জানান। এ মাছের বৈজ্ঞানিক নাম ‘প্রোটোনিবিয়া ডায়াকানথুস’।

পাথরঘাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, এ মাছটি খুবই সুস্বাদু বিধায় দামও বেশি এবং চাহিদাও বেশি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD