October 6, 2024, 2:07 am

News Headline :
খালেদা জিয়াকে হত্যাচেষ্টার অভিযোগে শেখ হাসিনার নামে মামলা রোহিঙ্গা সংকট একটি তাজা টাইম বোমা: ড. ইউনূস বগুড়ায় মাদক ব্যবসা ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়কে গণমানুষের বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে হবে-উপাচার্য ওবায়দুল ইসলাম নন্দীগ্রামে বিএনপির মামলায়  যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৪  বগুড়ায় হেল্প ব্লাড ডোনেশন গ্রুপের প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত ভারত ছাড়ছেন শেখ হাসিনা তৃতীয় বিশ্বযুদ্ধ দ্বারপ্রান্তে: ট্রাম্প আজ ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী রাষ্ট্র সংস্কারে ৫ কমিশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে প্রজ্ঞাপন

কুমিল্লার বুড়িচংয়ে অসহায়দের মধ্যে শীতবস্ত্র বিতরণ

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা জেলার বুড়িচং উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তায় কর্মসূচি আওতায় ২ শতাধিক কম্বল আজ বেলা ১১টায় উপজেলা চত্ত্বরে মুক্তিযোদ্ধা, হিন্দু সম্প্রদায় ও অসহায়দের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুমিল্লা-৫ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য ও কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ এম এ জাহের এমপি শীতবস্ত্র তুলে দেন।
এই সময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আখলাক হায়দার। অনুষ্ঠান সভাপতিত্ব করেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার এবং সার্বিক তত্ত্বাবধনে ও পরিচালনায় ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোস্তফা মাইদুল মোর্শেদ মুরাদ, বুড়িচং থানার ওসি আবুল হাসানাত চৌধুরী, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মধুসূদন বিশ্বাস।
এসময় উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD