April 20, 2024, 12:11 am

বিশ্ব জীববৈচিত্র্য দিবসে বগুড়ায় র‌্যালী-সমাবেশ

স্টাফ রিপোর্টার : বিশ্ব জীববৈচিত্র্য দিবস ২০২২ উপলক্ষে বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) আয়োজিত র‌্যালী ও সমাবেশ রোববার বিকেলে বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ ফজলে বারী রতনের সভাপতিত্বে বক্তব্যে রাখেন, বিবিসিএফ উপদেষ্টা জিয়াউর রহমান, বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক ছরোয়ার মোর্শেদ নয়ন, বিবিসিএফ কোষাধ্যক্ষ ও স্যানো সভাপতি আহসান হাবীব তালুকদার রন্জু, ফজলুল হক বাবলু, আব্দুল কাদের, রাকিবুল হাসান, হোসেন রহমান, নুরে আলম সোহাগ, কবি মুরাদ, অমিত সাহা, শাওন, জাহিদ, নাজমা খাতুন প্রমুখ। র‌্যালী শেষে সমাবেশে বক্তারা বাস যোগ্য পৃথিবী বিনির্মাণে জীববৈচিত্র্য রায় সরকার ও সবার সহযোগিতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD