September 11, 2024, 12:32 pm

বগুড়া জিলা স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টারঃ  বগুড়া জিলা স্কুলে  অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার জিলা স্কুলে সকাল ১১ টা থেকে শুরু হয় সমাবেশটি, যা চলে দুপুর ৩ টা পর্যন্ত। সমাবেশে বগুড়া জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া সদর আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু।

সমাবেশে জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম স্কুলের পাঠদান, পরিবেশ ও প্রশাসনিক কার্যক্রম সংক্রান্ত বিভিন্ন বিষয়ে ছাত্র ও অভিভাবকদের অভিযোগ, সুপারিশ ও মন্তব্য শোনার পর বিভিন্ন সমস্যা সমাধানকল্পে তাৎক্ষণিক দিকনির্দেশনা প্রদান করেন।

সমাবেশে আরও বক্তব্য রাখেন বগুড়া জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ শফিউল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকার, বগুড়া শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ আরিফুজ্জামান, জেলা শিক্ষা অফিসার হযরত আলী, বগুড়া জিলা স্কুলের প্রধান শিক্ষক শ্যামপদ মুস্তফিসহ বিদ্যালয়ের শিক্ষকগণ ও অভিভাবকেরা।

সমাবেশে সকল পক্ষের অংশগ্রহণে আলোচনার মাধ্যমে শিক্ষার মানোন্নয়ন, পাঠদানের পরিবেশ উন্নয়ন, ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণ, বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য দূরীকরণের জন্য বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD