April 27, 2024, 6:43 am

খুলনার ভাপা ইলিশ

যমুনা নিউজ বিডিঃ ইলিশ মাছের মৌসুম শুরু হয়েছে আবারও। বর্ষা আর ইলিশ, এই দুই যেন একে অপরের পরিপূরক। খাদ্য রসিক বাঙালির পাতে বর্ষাকালে ইলিশ নেই এমনটা প্রায় দেখাই যায় না। তাই এমন সুন্দর বৃষ্টি ভেজা দিনে মনকে আরো ভালো করে তুলতে ভাপে রান্না করে ফেলতে পারেন ইলিশ। ভাপা ইলিশ একটি ঐতিহ্যবাহী বাঙালী রেসিপি। বানাতে সময় কম লাগে, উপকরণও লাগে খুবই কম। এটি যেমন স্বাদে বৈচিত্র্য নিয়ে আসবে, তেমনি অতিথি আপ্যায়নেও আনবে ভিন্ন মাত্রা।

উপকরণ

ইলিশ – ছয় টুকরো বা ছয় পিস

পেয়াজ বাটা – চার টেবিল চামচ

শুকনা মরিচ বাটা – ১০টা

হলুদ গুড়া – এক চা চামচের সামান্য কম

ধনে গুড়া – এক চা চামচ

সরিষার তেল – ১/৪ কাপ

কাচা মরিচ – ১০টা

প্রণালী

ইলিশ কেটে ধুয়ে সামান্য লবন মাখিয়ে রেখে দিন। এবার একটা বাটিতে পেয়াজ বাটা, শকুনো মরিচ বাটা, হলুদ-ধনে গুড়া সামান্য লবন ও সরিষার তেল মাখিয়ে পেস্ট করে নিন। এবার এই পেস্ট কাটা মাছের পিসের দুই পাশে মাখিয়ে একটা বাটিতে সেট করুন। এবার কাচা মরিচ ফালি করে কেটে বাকি মসলা দিয়ে মাছের ওপরে দিন। এবার চুলায় বসিয়ে ভাপে রান্না করুন ৩০ মিনিট। তৈরি মজাদার ভাপা ইলিশ। এবার নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD