September 26, 2023, 10:10 pm
পরিচ্ছন্ন হোক সাতমাথা মুজিব মঞ্চ ও চারপাশ। আমরা পারি, আমরা পারবই। আমরা করছি, আমরা করবই। আমরা গড়ার চর্চা করছি, আমরা গড়বই। আমরা বিডিক্লিন, আমরা অদম্য, আমরা তরুণ, আমরা স্বপ্নময়ী। আমাদের শরীর অপরিশ্রান্ত, রক্তে উদ্যমী গ্রোত বহমান। আমরা চর্চা করি পরিচ্ছন্নতার, আমাদের একটি স্বপ্ন পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তোলার। ইনশাআল্লাহ আমরা সফল হবো জন্মভূমিকে পরিষ্কার-পরিচ্ছন্ন রূপে রুপান্তরিত করার প্রত্যয়ে।
যেখানে নাগরিক দায়িত্ববোধ থেকেই সচেতন হবে সবাই। পরিবর্তিত হবে যত্রতত্র ময়লা আবর্জনা ফেলার নোংরা মানসিকতা। ধারাবাহিক ভাবেই বিডি ক্লিন বগুড়ার এবারের ১১১ তম সাপ্তাহিক পরিচ্ছন্নতার অভিযান সফলভাবে সম্পন্ন হয়।
আজকের পরিচ্ছন্ন ইভেন্টে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার শপথ বাক্য পাঠ করান বিডি_ক্লিন বগুড়া’র সম্মানিত উপদেষ্টা পরিমল প্রসাদ রাজ।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বগুড়া জেলা কমিটির সভাপতি মোঃ মমিনুর রশিদ শাইন, বাংলাদেশ আওয়ামীলীগ, বগুড়া জেলা শাখার দপ্তর সম্পাদক, আল রাজি জুয়েল, দৈনিক ঐশী বাংলার চিফ রিপোর্টার মোঃ আব্দুল কাদের সিদ্দিকী নুরী
পরিচ্ছন্নতার পাশাপাশি আশেপাশে অবস্থানরত পথচারী সাধারণ ও দোকানদারদের মাঝে হ্যান্ডমাইকে ছড়িয়ে দেওয়া হয় পরিচ্ছন্নতার বার্তা।- খবর বিজ্ঞপ্তী