October 3, 2023, 1:10 pm
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি: বাঙ্গালির স্বাধীনতা লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত সম্পদ৷ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত দেশ হাতে গুনা কিছু মাদক ব্যবসায়ী এবং জঙ্গির হাতে জিম্মি থাকতে পারে না৷ মাদক নিয়ন্ত্রণে বর্তমান সরকার কঠুর অবস্থানে আছে৷ কোন মাদক কারবারির স্থান দেশে হতে পারেনা৷ তাই আসুন সবাই মিলে শপথ করি মাদক ও উগ্রবাদকে না বলি স্মার্ট বাংলাদেশ বিনির্মানে ভূমিকা রাখি৷ বৃহস্পতিবার সকাল কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের কলেজে জেলা পুলিশের আয়োজনে মাদক ও উগ্রবাদ দমনে মঞ্চনাটক প্রর্দশণ এবং মতবিনিময় সভায় মূখ্য আলোচক হিসাবে উপস্থিত থেকে কুমিল্লা পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম(বার) এসব কথা বলেন৷
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা ৫ (বুড়িচং – ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা এড.আবুল হাসেম খান এমপি৷ তিনি বলেন,
স্মার্ট বাংলাদেশ বিনির্মানে দিন রাত কাজ করে যাচ্ছে জননেত্রী শেখ হাসিনা৷ বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে মাদক উগ্রবাদ আমাদের প্রথম অন্তরায়৷ সকলের যৌর্থ প্রচেস্টায়ই সম্ভব মাদক, জঙ্গিবাদ এবং উগ্রবাদিতা ইত্যাদি দেশ থেকে বিতারিত করতে করতে হবে। সবার একান্ত সহযোগিতা পেলে অচিরেই দেশ মাদক মুক্ত হবে ইনশাআল্লাহ৷ ব্রাহ্মণপাড়া থানার এসআই আনোয়ার হোসেন এর সঞ্চালনায় ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও শশীদল আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের কলেজের পরিচালনা পর্ষদ এর সভাপতি আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার আশফাকুজ্জামান৷
বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণপাড়া দেবিদ্বার সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার আমিরুল্লাহ, ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল, শশীদল আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের কলেজের অধ্যক্ষ আবুল হোসেন স্মরণ, শশীদল আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের কলেজের আজীবন দাতা সদস্য কুমিল্লা দঃ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু তৈয়ব অপি, দাতা সদস্য আবু সাইয়িদ বাপ্পি, শশীদল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আতিকুর রহমান রিয়াদ, মুক্তিযোদ্বা আবুল কাশেম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পুলিশের কর্মকতা, সাংবাদিক, ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অফিসার বৃন্দ, কলেজের শিক্ষক, জনপ্রতিনিধি,অভিভাবক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং কলেজের শিক্ষার্থীরা৷