September 26, 2023, 6:42 am

রোটারী ক্লাব অব বগুড়া করতোয়ার রোটা: হিল্লোল প্রেসিডেন্ট রোটা: ডন সেক্রেটারী

রোটারী ক্লাব অব বগুড়া করতোয়ার বুধবার সন্ধ্যায় জ্বলেশ্বরীতলাস্থ জিভেজল রেষ্টুরেন্টে ২২-২৩ রোটা বর্ষের ক্লাব প্রেসিডেন্ট রোটা:জহুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ক্লাব সেক্রেটারি রোটা:সৈয়দ ফজলে রাব্বী ডলারের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রোটারী ক্লাব অব বগুড়ার প্রেসিডেন্ট রোটা:ডা:মতিউর রহমান, রোটারী ক্লাব মহাস্থানের পাষ্ট প্রেসিডেন্ট রোটা:মুন্সি তারিকুল আলম ডলার, ক্লাব সেক্রেটারি রোটা:খায়শেদ আলম শিপন। সভায় আরও উপস্থিত ছিলেন, রোটারী ক্লাব অব বগুড়া করতোয়ার পাষ্ট প্রেসিডেন্ট রোটা:রেজাউল বারী ঈসা, পাষ্ট প্রেসিডেন্ট রোটা:রেজাউল করিম ডল, পাষ্ট প্রেসিডেন্ট রোটা:হামিদুর রহমান বাদল, পাষ্ট প্রেসিডেন্ট রোটা:সুরাইয়া সাঈদ, পাষ্ট প্রেসিডেন্ট রোটা: ইসতিয়াক আহমেদ ইসতি, রোটা: ফজলুল হক রেন্টু, রোটা: জিয়াউর রহমান, রোটা: আব্দুর রব লিটন, রোটা: সৈয়দা তাহমিনা পারভীন শ্যামলী, রোটা: শায়লা আক্তার, রোটা: বায়োজিদ শেখ, এবং ২৩-২৪ রোটা বর্ষের ক্লাব সেক্রেটারি রোটা:হাফিজ মোহাম্মদ সাহেদ ডন প্রমূখ। সভার ২য় পর্বে ২২-২৩ রোটা বর্ষের ক্লাব প্রেসিডেন্ট রোটা:জহুরুল হক ২৩-২৪ রোটাবর্ষের ক্লাব প্রেসিডেন্ট রোটা:তৌহিদ বিন আনিস হিল্লোল’কে আনুষ্ঠানিক ভাবে কলার পড়িয়ে দায়িত্ব হস্তান্তর করেন। অত:পর ক্লাব প্রেসিডেন্ট রোটা:তৌহিদ বিন আনিস হিল্লোলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ক্লাব প্রেসিডেন্ট অনুষ্ঠানে উপস্থিত আমন্ত্রিত অতিথিদের সাথে ২৩-২৪রোটা বর্ষের বোর্ড অব ডাইরেক্টর এর সদস্যদের পরিচয় করিয়ে দেন। এর পর রোটারী ক্লাব অব বগুড়া করতোয়ায় সদস্য হিসেবে সদ্য যোগদান করা রোটা:মাহবুব আলম সোহেল ও রোটা: নজরুল ইসলাম কে পাষ্ট প্রেসিডেন্ট রোটা: রেজাউল বারী ঈসা রোটারী কোর্ট পিন পরিয়ে আনুষ্ঠানিক ভাবে বরণ করে নেন। অতঃপর ক্লাব প্রেসিডেন্ট রোটা: তৌহিদ বিন আনিছ হিল্লোল উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন। — খবর বিজ্ঞপ্তি

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD