September 27, 2023, 8:42 am
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওখাদা গ্রামে ছেলের ছুরিকাঘাতে আহত তোফাজ্জল মন্ডলের (৪৫) মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক শোকের ছায়া নেমেছে।
তাড়াশ থানার ওসি শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তোফাজ্জল মন্ডলের দুই স্ত্রী। এ নিয়ে তাদের মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকতো। এ কলহের জের ধরে শুক্রবার রাতে তোফাজ্জল হোসেন প্রথম স্ত্রী রেজেদা খাতুনকে মারধর করে। এ সময় তার ছেলে বাবু মন্ডল (১৮) ছুরি দিয়ে পেটে সজোরে আঘাত করে। স্বজনরা তাকে আশংকাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার গভীর রাতে রাতে তার মৃত্যু হয়।
রোববার বিকেলে তার লাশ ময়নাতদন্ত শেষে গ্রামের বাড়িতে আনা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।