September 26, 2023, 5:36 am

১৫ জুলাই ঢাকায় সমাবেশ করবেন চরমোনাই পীর

যমুনা নিউজ বিডিঃ  জাতীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আগামী ১৫ জুলাই রাজধানীতে সমাবেশ ডেকেছেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। রবিবার (৯ জুলাই) দলের প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক আহমদ আবদুল কাইয়ূম গণমাধ্যমকে এ কথা জানান।

আহমদ আবদুল কাইয়ূম জানান, শুক্রবার আলোচনা সভায় পীর চরমোনাই এ কর্মসূচি ঘোষণা করেন। এছাড়া ১৬ জুলাই থেকে ৩১ আগস্ট পর্যন্ত সারা দেশে থানায় থানায় তৃণমূল প্রতিনিধি সম্মেলন, সেপ্টেম্বর মাসে সকল জেলা ও মহানগরে সমাবেশ কর্মসূচি পালন করা হবে।

ইসলামী আন্দোলনের পক্ষ থেকে জাতীয় সরকারের একটি রূপরেখা ইতোমধ্যে দেওয়া হয়েছে। দলটির মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ বলেন, ‘আপিল বিভাগের একজন বিজ্ঞ, সৎ, যোগ্য ও  গ্রহণযোগ্য বিচারপতিকে প্রধান করে নিবন্ধিত দলগুলোর প্রতিনিধি নিয়ে জাতীয় সরকার গঠন হবে। যারা জাতীয় সরকারে থাকবেন তারা জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। জাতীয় সংসদের মেয়াদ পূর্ণ হওয়ার আগেই জাতীয় সরকার গঠন করতে হবে।’

জাতীয় সরকার গঠিত হওয়ার সঙ্গে সঙ্গেই বর্তমান জাতীয় সংসদ ভেঙে দিতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘সংসদ ভেঙে দেওয়ার পাশাপাশি বর্তমান প্রধানমন্ত্রী নির্বাচনকালীন জাতীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। জাতীয় সরকার গঠিত হওয়ার পরবর্তী তিন মাসের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন করবেন। কোনও কারণে তা সম্ভব না হলে পরবর্তী তিন মাসের মধ্যে অবশ্যই নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। জাতীয় সরকার গঠিত হওয়ার পর নির্বাচন কমিশন ভেঙে দিয়ে নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে। বর্তমান মন্ত্রিসভার কেউ নির্বাচনকালীন জাতীয় সরকারে থাকতে পারবেন না।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD