September 27, 2023, 8:18 am

বগুড়া সদর উপজেলায় শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল বিতরণ

স্টাফ রিপোর্টার:বগুড়া সদর উপজেলার ১১টি ইউনিয়নের শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল বিতরণ করা হয়েছে।গতকাল শবিবার সাড়ে ১১ টায় সদর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পরিষদের আয়োজনে বাই সাইকেল বিতরণ করেন প্রধান অতিথি বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বগুড়া সদর ৬ আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান সফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভীন।

বক্তব্য রাখেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল, সদর উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন, ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম সরকার, রাজিবুল ইসলাম খান রাজু, জিয়াউর রহমান। উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান ফরিদ উদ্দিন সরকার, ইউপি আলহাজ্ব বদরুল আলম, প্রভাষক এনামুল হক রুমি, আতিকুর রহমান, মেহেদী হাসান, রফিকুল ইসলাম, মির্জা হাকিম, সদর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এম আর বিপ্লব, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইসরাইল হক, আজহারুল হান্নান রিপু, জাহেদুর রহমান, আঃ জলিল, আঃ রাজ্জাক কামাল, আঃ আকরুজ্জামান বাসেদ, আনিছুর রহমান, রাসেদ আলী খোকা, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী সরদার, জহুরুল ইসলাম উজ্জ্বল, মোলেছার ডিপু, খলিলুর রহমান সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের ইউপি, সদস্যবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ডালিয়া খাতুন রিক্তা

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD