September 24, 2023, 3:35 am

ব্রাজিলে ভবন ধসে নিহত ৮

যমুনা নিউজ বিডিঃ ব্রাজিলে ভবন ধসে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও পাঁচজন। শুক্রবার (৭ জুলাই) দেশটির উত্তর-পূর্ব পার্নাম্বুকো রাজ্যের রেসিফ শহরে এ ঘটনা ঘটে।

আলজাজিরার তথ্যমতে, ধসে পড়ার পর চার তলা অ্যাপার্টমেন্ট ভবনটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে। চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন পাঁচজন। তাদের সন্ধানে ধ্বংসস্তূপের নিচে চলছে উদ্ধার অভিযান।

তাৎক্ষণিকভাবে ভবন ধসের কারণ জানা যায়নি। তবে, নিরাপত্তাজনিত কারণে আশপাশের বাড়িগুলো থেকে বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছে।

উল্লেখ্য, রেসিফ শহরটিতে প্রায় ১৫ লাখ মানুষের বসবাস। সাম্প্রতিক দিনগুলোতে শহরটি ভারী বৃষ্টিপাত হয়েছে। সামনে আরও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD