September 28, 2023, 1:55 am

News Headline :
জন্মদিন উপলক্ষে প্রধানমন্ত্রীকে বঙ্গবন্ধু পরিষদের অভিনন্দন ভিসানীতি নিয়ে বিব্রত বিভ্রান্ত কিংবা আতঙ্কিত হওয়ার কিছু নেই: নওগাঁয় স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপ খেলতে দেশ ছাড়লেন টাইগাররা মহানবী (সা.) এর আদর্শ মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা নন্দীগ্রামে বিশ্ব পর্যটন দিবস পালি বগুড়া মিলেনিয়াম স্কলাস্টিক স্কুল এন্ড কলেজ বার্ষিক বিজ্ঞান ও ব্যবসায় উদ্ভাবন মেলা অনুষ্ঠিত বগুড়া সদরের বামনপাড়া থেকে অটোরিক্সা ছিনতাইকারী মহিলা গ্যাং এর ২ সদস্য আটক বগুড়ায় বিশ্ব পর্যটন দিবস পালিত ৫ বছরে এআইআইবি বাংলাদেশে ৪০০ কোটি ডলার বিনিয়োগ করবে

বরিশালে ২ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে কালেক্টরেট স্কুল এন্ড কলেজ

বরিশাল প্রতিনিধিঃ “শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রায় ২ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে বরিশাল কালেক্টরেট স্কুল এন্ড কলেজ।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সূত্র জানায়, নতুন প্রজন্মকে উন্নত শিক্ষার পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডে বিশেষ অবদান রাখার লক্ষ্যে নির্মাণ করা হচ্ছে কালেক্টরেট স্কুল এন্ড কলেজ। নগরীর বান্দ রোড প্রায় ২ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে নিরলস ভাবে নির্মিত হচ্ছে এ কালেক্টরেট স্কুল এন্ড কলেজ। এরইমধ্যে সর্বমোট প্রায় ৭১টি পাইল বসিয়ে ৬ তলা বিশিষ্ট স্কুল এন্ড কলেজ-এর একাডেমি ভবন, ৩টি ক্লাস রুম, টয়লেটসহ প্রায় ১ম তলার নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে। প্রাথমিক পর্যায়ে প্রায় ১ কোটি ৬০ লাখ ও দ্বিতীয় পর্যায়ে প্রায় ১ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। সর্বমোট প্রায় ২ কোটি ৬০ লাখ টাকা বরাদ্ধ দেয়া সম্পন্ন হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র আরো জানায়, ৬ তলা বিশিষ্ট কালেক্টরেট স্কুল এন্ড কলেজ প্রকল্পটি জেলা প্রশাসনের সহযোগিতায় জিওবি-এর অর্থ্যায়নে বাস্তবায়ন করছেন জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। সর্বমোট প্রায় ৯৪ শতাংশ জমি উপর নির্মাণ করা হচ্ছে এ কালেক্টরেট স্কুল এন্ড কলেজ প্রকল্পটি। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীন বাস্তবায়নাধীন প্রকল্পটি উদ্বোধন করা হয় ২০২১ সালে। জেলার মধ্যে একটি আদর্শ স্কুল এন্ড কলেজ হিসেবে গড়ে তুলতে মানসম্মত, আধুনিক শিক্ষার সকল প্রকার ব্যবস্থা রাখা হবে এ বরিশাল কালেক্টরেট স্কুল এন্ড কলেজটিতে।
এদিকে, অস্থায়ী ভিত্তিতে নগরীর বটতলা পরেশ সাগর মাঠ সংলগ্ন সরকারী একটি ভবনে বরিশাল কালেক্টরেট স্কুল এন্ড কলেজের শিক্ষা কার্যক্রম ২০১৭ সাল থেকে পরিচালনা করা হচ্ছে। ইতিমধ্যেই কালেক্টরেট স্কুল এন্ড কলেজটি শিক্ষার্থী ও অবিভাকদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। বরিশাল কালেক্টরেট স্কুল এন্ড কলেজটি বর্তমানে নার্সারী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রায় ১৫’শ ৫০ জন শিক্ষার্থী নিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
এ বিষয়ে বরিশাল কালেক্টরেট স্কুল এন্ড কলেজ-এর অধ্যক্ষ প্রফেসর খোন্দকার অলিউল ইসলাম বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রতিষ্ঠানটির শতভাগ মাল্টিমিডিয়া (ইন্টারএকটিভ বোর্ড) ক্লাস রুমসহ সার্বিক একাডেমিক কার্যক্রম বরিশালবাসীকে আকৃষ্ট করেছে। কালেক্টরেট স্কুল এন্ড কলেজটি তার নিজস্ব ভবনে স্থানন্তর করা হলে স্কুল এন্ড কলেজটির শিক্ষা কার্যক্রম আরো বেশি হবে।
এ প্রসঙ্গে বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (সার্কেল) নির্বাহী প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম বলেন, জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কমকর্তা-কর্মচারীগণ জেলার কালেক্টরেট স্কুল এন্ড কলেজসহ প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান সমূহের উন্নততর অবকাঠামো তৈরি করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
তিনি বলেন, জ্ঞানভিত্তিক তথ্যপ্রযুক্তি নির্ভর স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্যপ্রযুক্তি (আইসিটি) এবং সংশিষ্ট অন্যান্য (গণিত, বিজ্ঞান ও ইংরেজি) সকল প্রকার শিক্ষা ব্যবস্থাকে যথাযথ গুরত্ব প্রদান করাই শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কাজ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD