October 3, 2023, 11:56 pm

বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্টে লাইনম্যানের মৃত্যু

কাহালু প্রতিনিধিঃ  বগুড়ার কাহালুতে বৈদ্যুতিক মিটার অপসারণের সময় বিদ্যুৎস্পৃষ্টে আক্তার হোসেন নামের এক লাইনম্যানের মৃত্যু হয়েছে।

বুধবার (৫ জুলাই) বিকালে উপজেলার কর্ণিপাড়া আবাসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতের বাড়ি কুড়িগ্রাম জেলায় এবং কাহালু পল্লী বিদ্যুৎ অফিসের লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন বলে জানা যায়।

কাহালু পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম আব্দুর রহমান বলেন, বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার কর্ণিপাড়ায় আবাসিক এলাকায় একটি ত্রুটিপূর্ণ মিটার অপসারণ করতে যান আক্তার হোসেন। অপসারণের সময় বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

এ ব্যাপারে কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান বলেন,নিহতের কোনো অভিযোগ না থাকলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD