October 3, 2023, 1:02 pm

বগুড়া শহরে বাড়িতে ভয়াবহ আগুন

স্টাফ রিপোর্টার : বগুড়া শহরের বৃন্দাবন দক্ষিণপাড়ায় আগুনে একটি বাড়ি ভস্মীভূত হয়েছে। আজ বুধবার (৫ জুলাই) ভোরে সেখানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিভিয়ে ফেলে।

স্থানীয় পৌর কাউন্সিলর তৌহিদুল ইসলাম বিটু জানান, ভোর সাড়ে ৩টার দিকে সেখানে ছবি বেগমের বাড়িতে আগুন লাগে। রাতে তাহাজ্জুতের নামাজ পড়তে উঠে ছবি বেগমের ভাতিজা মিল্টনের স্ত্রী আগুন লাগার বিষয়টি জানতে পারেন। এসময় তিনি দেখেন ছবি বেগমের বাড়ির তিনটি রুমে দাউ দাউ করে আগুন জ্বলছে। সেই আগুন তাদের দুটি ঘরের ছাদেও ছড়িয়ে পড়েছে। এ অবস্থায় স্বামী মিল্টন ও পরিবারের সদস্যদের নিয়ে তিনি ঘর থেকে বেরিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেন। তবে এ সময় ছবি বেগম বাড়িতে ছিলেন না। তিনি চট্টগ্রামে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গেছেন। তার তিনটি রুমে তালা লাগানো ছিল। ওই অবস্থাতেই তার রুমে আগুন লেগে আসবাবপত্রসহ সকল মালামাল পুড়ে গেছে। আগুনে ফ্রিজ,  টিভি ছাড়াও সোনার গহনা ও এক লাখ টাকা পুড়ে গেছে বলে জানা গেছে।  সেই সাথে মিলটনের বাড়ির দুটি রুমও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

আগুনে মোট এই পাঁচটি রুমের সকল মালামাল পুড়ে গেছে। এছাড়া টিনশেড বাড়িটি পুরোপুরি ভষ্মিভূত হয়েছে। এতে ৩৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে গৃহকর্তা  মিল্টন দাবি করেছেন।

বগুড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আব্দুল হালিম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে পৌঁছে আধা ঘন্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনেন। বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD