September 24, 2023, 3:05 am

রায়গঞ্জে বুকে জোঁয়াল বেধে কাঠের ঘানি টেনে সংসার চলে জহরুল দম্পতির

তারিকুল আলমঃ জরাজীর্ন ভাঙ্গা ঘরে বুকে জোঁয়াল বেধে কাঠের ঘানি টেনে সংসার চালাচ্ছেন, সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জের ব্রহ্মগাছা ইউনিয়নের কালিয়াবীল গ্রামের মো. জহুরুল ইসলাম (ওরফে) ঝরু ও মোছা. মিনা খাতুন। সরজমিনে  গিয়ে জানা যায় , দুই ছেলে দুই মেয়ের মধ্যে বড় ছেলে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে পৃথক রয়েছেন। বড় মেয়ের বিয়ে হলেও ছোট মেয়েটার এখনো বিয়ে হয়নি। একটু সুখের আশায় ধার-দেনা ও সমিতি থেকে লোন করে ছোট ছেলেকে বিদেশ পাঠিয়েছেন। কিন্তু সে আশাও পূরণ হয়নি পঞ্চাশ বছরের বৃদ্ধ জহুরুল দম্পতির। সংসার কিভাবে চলে? জানতে চাইলে জহুরুল দম্পতি জানান, প্রথম দিকে সংসারের যাবতীয় খরচ দিলেও বর্তমানে ছেলের তেমন আয়-রোজগার না থাকায় কোনো খরচ দিতে পারছে না। ফলে বাধ্য হয়ে কাঠের ঘানি টেনে সংসার চালাতে হচ্ছে জহুরুল ইসলাম ও মিনা দম্পতির।

সরেজমিনে গিয়ে  দেখা যায়, কাঠের বিভিন্ন সরঞ্জাম দিয়ে তৈরি পেটের তাগিদে, যন্ত্রটি স্বামী-স্ত্রী মিলে জোঁয়াল বুকে লাগিয়ে ঘানির চারদিকে নির্বিকারভাবে অনবরত ঘুরে চলছেন তারা। আর সরিষা থেকে ফোঁটায় ফোঁটায় নিংড়ানো খাঁটি তেল জমা হচ্ছে পাতিলে। সেই তেল বাজারে বিক্রি করে যা আয় হয় তা দিয়েই সংসার চালানোর চেষ্টা করছেন তারা। বলার অপেক্ষা রাখেনা, নিজেদের একটি গরু আছে, গরুটি রোগাক্রান্ত হওয়ার কারনে ঘানি টানতে পারে না। গরুটি বিক্রি করে সবল একটি গরু ক্রয় করতে চান জহুরুল দম্পতি। কিন্তু আর্থিক সংকটে সেটাও পারছেন না বৃদ্ধ জহুরুল ইসলাম ও মিনা খাতুন। একদিকে মেয়েকে বিয়ে দিতে হবে অন্য দিকে ভাঙ্গা ঘর মেরামত করতে হবে, এ নিয়ে চরম সমস্যায় রয়েছেন উপজেলার কালিয়াবীল গ্রামের মো. জহুরুল ইসলাম ও মোছা. মিনা খাতুন দম্পতি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD