September 26, 2023, 11:20 pm

সিরাজগঞ্জের পানিসম্পদ উপমন্ত্রী বলেছেন: দেশে নদীভাঙন কমেছে

তারিকুল আলমঃ পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, দেশে নদীভাঙনের পরিমাণ ছিল সাড়ে ৯ হাজার হেক্টর। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার নদীভাঙন রোধে কাজ করায় এ ১৪ বছরে নদীভাঙন কমে দাঁড়িয়েছে সাড়ে তিন হাজার হেক্টরে।

তিনি বলেন, নদীভাঙনের তিন ভাগের দুই ভাগ এ ১৪ বছরে কমেছে। ইনশাআল্লাহ আগামী নির্বাচনেও সব চক্রান্ত প্রতিহত করে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে দেশে আর নদীভাঙন থাকবে না।

শুক্রবার (২ জুন) দুপুরে নদীভাঙন কবলিত সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাসপুকুরিয়া থেকে চর সলিমাবাদ পর্যন্ত নদীতীর রক্ষায় জিওব্যাগ ডাম্পিং কাজের উদ্বোধন শেষে পয়লা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এক আলোচনা সভায় উপমন্ত্রী এসব কথা বলেন।

যমুনা নদীর বাম তীরের চৌহালী উপজেলায় নদীভাঙন রোধে ৪৬ কোটি ৮৯ লাখ টাকা ব্যয়ে এ প্রকল্পটি বাস্তবায়ন করছে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

এসময় স্থানীয় সংসদ সদস্য আব্দুল মমিন মণ্ডল, নাগরপুরের এমপি আহসানুর রহমান টিটু, জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, পাউবো নির্বাহী মহাপরিচালক রমজান আলী প্রামাণিক, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কেএম হোসেন আলী হাসান, অর্থোপেডিকস সোসাইটির মহাসচিব অধ্যপক ডা. জাহাঙ্গীর আলম, চৌহালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাজ উদ্দিন ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD