April 23, 2024, 1:11 pm

সান্তাহার রেলওয়ে মাতৃসদন শিশু মঙ্গল কেন্দ্র  প্রায় ২০ বছর ধরে বন্ধ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার আদমদীঘি উজেলার সান্তাহার পৌর শহরে রেলওয়ে মাতৃসনদ ও শিশু মঙ্গল কেন্দ্রটি প্রায় ২০ বছর ধরে বন্ধ আছে । ফলে প্রসৃতি মায়েরা ও শিশুরা চিকিৎসা সেবা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে। বৃটিশ আমলে নির্মিত রেলওয়ে হাসপাতালের পাশে অবস্থিত এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে বন্ধ থাকার পর আদমদীঘি উপজেলা স্বাস্থ্য বিভাগের একটি কমিউনিটি সেন্টার কাজ করে বর্তমানে এখানে। যদিও এই ভবনটিতে নেই পানিও বিদ্যুতের ব্যবস্থা। সান্তাহার রেলওয়ে হাসাপাতাল সূত্রে জানা গেছে, বৃটিশ আমলে নির্মিত ও প্রতিষ্ঠিত সান্তাহার রেলওয়ে মাতৃসদন ও শিশু মঙ্গল কেন্দ্রটি প্রায় ২০ বছর ধরে বন্ধ আছে। দীর্ঘদিন বন্ধ থাকার কারনে ভবনটিতে পানি ও বিদ্যূত নেই এবং অচল হবার উপক্রম হয়েছে। সম্প্রতি ওই ভবনটিতে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে অনুমতি সাপেক্ষে কমিউনিটি সেন্টারের কার্যক্রম চলছে। সান্তাহার রেলওয়ে হাসপাতাল কলোনীর বাসিন্দা নজরুল ইসলাম বলেন, বৃটিশ আমলে নির্মিত এই ভবনটিতে রেলওয়ে মাতৃসদন ও শিশু মঙ্গল কেন্দ্র কাজ করতো এই সেন্টারে মহিলা চিকিৎসক ও সার্জন, হেলথ ভিজিটর ও মিড ওয়াইফ পদবিতে ৩ জন অফিসার-কর্মচারী কাজ করতেন। প্রতিদিন শতাধিক প্রসুতি মা ও শিশুরা এখানে চিকিৎসা সেবা পেত। ১৯৯০ সালে জনবল সংকটের কারনে উক্ত প্রতিষ্ঠানাট বন্ধ হয়ে যায়। সেই থেকে আজ অবধি বন্ধ আছে। সম্প্রতি আদমদীঘি স্থাস্থ্য বিভাগ রেলওয়ে কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে একটি কমিউনিটি সেন্টারর কার্যক্রম চালাচ্ছে। যদিও ভবনটিতে পানি ও বিদ্যূতের ব্যবস্থা নেই।

এ বিষয়ে সান্তাহার রেলওয়ে হাসপাতালের সেনেটারী ইনস্পেক্টর আব্দূল মান্নান জানান, অচিরেই বন্ধ থাকা সান্তাহার রেলওয়ে মাতৃসনদ ও শিশু মঙ্গল কেন্দ্রটি চালু হবে বলে আমরা জানতে পেরিছি। ২০২০ সালের জনবল কাঠমো নিয়োগবিধি হিসেবে উক্ত সেন্টারের কার্যক্রম চালু হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD