September 18, 2024, 4:06 pm

সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলায় গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পর্শে এক ব্যক্তির মৃত্যু

তারিকুল আলম, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভার বাড়ইয়া মহল্লায় গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎ স্পর্শে মারা গেছেন ফারুক হোসেন (৩৫)। তিনি এই মহল্লার মৃত রোস্তম আলী প্রামানিকের ছেলে এবং পেশায় একজন দিনমজুর। প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, রোববার (৯ অক্টোবর) সকালে ফারুক হোসেন তার বাড়ির পাশের একটি গাছে উঠে ডাল কাটার সময় গাছের পাশ দিয়ে যাওয়া বিদ্যুৎ লাইনের উপর কাটা ডালটি গিয়ে পরে। এসময় বিদ্যুৎ স্পর্শে মারা যান ফারুক হোসেন। মৃত্যুর পর তিনি ওই গাছের সঙ্গেই ঝুলে ছিলেন। পরে খবর পেয়ে উল্লাপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা এবং উল্লাপাড়া মডেল থানা পুলিশের সদস্যরা গাছ থেকে ফারুক হোসেনের লাশ নামায়। উল্লাপাড়া মডেল থানার ডিউটি অফিসার উপ পরিদর্শক জাহাঙ্গীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD