September 30, 2023, 12:37 pm
যমুনা নিউজ বিডিঃ এশিয়া কাপে অংশ নিতে মঙ্গলবার (২৩ আগস্ট) আরব আমিরাতে পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল। আজ বিশ্রাম নিয়ে বুধবার (২৪ আগস্ট) থেকে অনুশীলন শুরু করবে বাবর আজমরা। মঙ্গলবার (২৩ আগস্ট) পাকিস্তানের স্পোর্টস ভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকেট পাকিস্তানের এক প্রতিবেদনে এমন তথ্য প্রকাশিত হয়েছে।
প্রতিবেদনে জানা গেছে, দলের সঙ্গে যেতে পারেননি পাকিস্তানের চার ক্রিকেটার ইফতিখার আহমেদ, উসমান কাদির, হায়দার আলী ও আসিফ আলী। তবে আজ রাতেই দুবাইয়ের ফ্লাইট ধরবেন এই পাঁক ক্রিকেটাররা। এদিকে হাঁটুর ইনজুরিতে দল থেকে ছিটকে পরা শাহীন আফ্রিদির পরিবর্তে দলে সুযোগ পাওয়া মুহাম্মদ হাসনাইন যুক্তরাজ্য থেকে সরাসরি দলে যোগ দিবেন। শনিবার (২৭ অগস্ট) ভারত-পাকিস্তানের ম্যাচ দিয়ে শুরু হবে এশিয়া কাপের এবারের আসর। দুই গ্রুপে ছয়টি দল নিয়ে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। দুই গ্রুপের সেরা দুইটি করে মোট চারটি দল খেলবে সুপার ফোরে। প্রতিযোগিতার ম্যাচগুলো হবে আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে।