September 30, 2023, 12:34 pm
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণ কাজ শেষে উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের উদ্দ্যেগে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোহেল রানা ধান্যদৌল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার ফিতা কেটে উদ্বোধন করেন। এছাড়া আরো চারটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার উদ্বোধন করা হয়। স্কুলগুলো হলো- দুলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাজঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধান্যদৌল সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেগম ইয়াকুবেন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও এম ই চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা সেলিম মুন্সী, সহকারী শিক্ষা কর্মকর্তা মাসুদ ইবনে হোসাইন ও রুনাক জাহান, নাইঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন, সহকারী শিক্ষক আলমগীর হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। শহীদ মিনার নির্মাণ কাজের ঠিকাদারী করেন
মোঃ বাবু ইসলাম।