March 19, 2024, 2:02 pm

শেরপুর-ধুনটসহ ৬টি উপজেলার সাথে সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : শেরপুর-ধুনট সহ ৬টি উপজেলার সাথে সরাসরি সড়ক যোগাযোগ শনিবার থেকে বন্ধ হয়েছে। শেরপুর উপজেলার ৪নং খানপুর ইউনিয়নের বোয়ালকান্দি বেইলি ব্রিজের পুরাতন আমলের বেশ কয়েকটি পাটাতন দেবে যাওয়ায় সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। বোয়ালকান্দি ব্রিজের ৮ থেকে ১০টি পাটাতন দেবে যাওয়ার ফলে শেরপুর, ধুনট, কাজিপুর, সারিয়াকান্দি, সাজাহানপুর ও গাবতলী উপজেলার সাথে সড়কপথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে হাজার মানুষ দূর্ভোগের শিকার হয়। এদিকে সড়কের উভয়দিকে চলাচলকৃত অটো রিক্সা ও সবুজ সিএনজিতে চালকরা সুযোগ বুঝে অসহায় যাত্রীদের কাছ থেকে দ্বিগুন হারে ভাড়া আদায় করলেও দেখার কেউ নাই। যাত্রীরা অনেকেই প্রতিবাদ করেও কোন ফলাফল পাননি। ধুনট-শেরপুর সড়কে নৈরাজ্যকর পরিস্থিতিতে জোর পূর্বক আদায় করা হচ্ছে ভাড়া। শেরপুর উপজেলার ধুনট মোড় বগুড়া জেলা অটো টেম্পু মালিক সমিতি নামের ওই সকল সিএনজি চালকরা তাদের সমিতির নেতা আব্দুল্যাহর আদেশ বলে জোর পূর্বক আদায় করছেন অতিরিক্ত ভাড়া।

এদিকে পুরাতন ব্রিজ মেরামতের কাজে জড়িত সড়ক বিভাগের পক্ষ থেকে একজন ওয়ার্ক এ্যসিটেন্ট জানান, পুরাতন ব্রিজের মেরামত কাজ শেষ হতে বেশ কয়েক দিন সময় লাগবে। ভেঙে পড়া ব্রিজের উভয় দিকে প্রায় আধা কিলোমিটার দূরত্ব আবাদী জমির ভেতর দিয়ে চলাচলের পর একটি খালের ওপরে নৌকা দিয়ে সংযোগ তৈরী করা হলেও সেখানে নিরাপত্তা না থাকায় অনেকেউ পানিতে পড়ে হাবু ডুবু খাচ্ছে। কিন্ত দেখার কেউ নাই। অপরদিকে গত ৬ বছর যাবত শেরপুর-ধুনট সড়ক সম্প্রসারণ ও মেরামত কাজ শুর হলেও ওই কাজের মাত্র ২০% কাজ আজও সম্পন্ন হয়নি। ফলে ভাঙাচুরা সড়কের কাজ কবে নাগাদ শেষ হবে তা কেউ জানে না।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD