November 30, 2023, 11:08 am
ষ্টাফ রিপোর্টারঃ সরকারি নির্ধারিত হারের চেয়ে বেশি হারে কোরবানীর পশুর হাসিল নেয়ায় বনানীর সুলতাগঞ্জ হাট ইজারাদার এসএস কন্সষ্ট্রাকশন কে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার বিকাল ৬টার দিকে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাঈম। এসময় আইন শৃঙ্খলা রক্ষকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাঈম জানান, বনানী সুলতাগঞ্জ হাটে সরকারি নির্ধারিত হারের চেয়ে দ্বিগুন হারে খাজনা আদায় করা হচ্ছিল। এই অপরাধে হাট ইজারাদার এস এস কন্সষ্ট্রাকশন প্রোপাইটর মো. সাজেদুর রহমান শাহীনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
তিনি আরও জানান, গরু, ছগল বিক্রয়ের হাসিল রশিদে টাকার পরিমাণ উল্লেখ এবং সরকারি হারে খাজনা আদায়ের জন্য হাটে মাইকিং করানো হয়।