April 26, 2024, 4:58 pm

‘খালেদা জিয়ার আমল ফোন করলেও ১০, ধরলেও ১০ টাকা’

যমুনা নিউজ বিডিঃ দেশে আওয়ামী লীগ সরকারই মোবাইল ফোন সর্বজনীন করেছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, খালেদা জিয়ার আমলে ফোন করলেও ১০ টাকা, ধরলেও ১০ টাকা কাটত।

রোববার (২০ আগস্ট) নবনির্মিত ‌বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন ভবন ও তথ্য কমিশন ভবন উদ্বোধন এবং বিএফডিসি কমপ্লেক্স নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ১৯৯৬ সালের আগে খালেদা জিয়া যখন ক্ষমতায় ছিল, তখনও মোবাইল ফোনের কোনো ব্যবস্থা ছিল না। তবে পরবর্তীতে তিনি ক্ষমতায় আসার পর তার পররাষ্ট্রমন্ত্রী মোরশেদ খান, তার একটা মাত্র কোম্পানি ছিল সেটাও শুধু ঢাকা আর চট্টগ্রাম চলত। ঢাকায়ও সব জায়গায় চলত না। একটা ফোনের দাম তখন ১ লাখ ৩০ হাজার টাকা। ফোন করলে প্রতি মিনিটে ১০ টাকা ফোন রিসিভ করলেও ১০ টাকা কাটত। এই ছিল তখনকার অবস্থা।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারই প্রথম মোবাইল ফোন সর্বজনীন করে। প্রথমে আমরা তিনটি কোম্পানিকে দিই। এভাবেই আমরা গণমানুষের হাতে মোবাইল ফোন তুলে দেওয়ার ব্যবস্থা নিই। কারণ যত বেশি কোম্পানি হবে তত বেশি প্রতিযোগিতা এবং মানুষেরও বেশি সুবিধা হবে- এই চিন্তা থেকে। পরবর্তীতে সরকারে এসে তো আরও সুযোগ সুবিধা সৃষ্টি করি। কাজেই এখন দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশের জনসংখ্যা ১৭ কোটি, কিন্তু মোবাইল সিম ব্যবহার হচ্ছে ১৮ কোটি। শুনে অবাক লাগতে পারে। কিন্তু এখন আর মানুষ একটা মোবাইল ফোন ব্যবহার করে না। কেউ দু-তিনটাও ব্যবহার করে। এ ছাড়া ইন্টারনেট ব্যবহার করা আগে দুরূহ ব্যাপার ছিল। কিন্তু এখন ইন্টারনেট গ্রাহক আমাদের ১২ কোটি ৭০ লাখ। এভাবেই আমরা বাংলাদেশকে আধুনিক ও প্রযুক্তি-জ্ঞান সম্পন্ন করে এগিয়ে নিয়ে যাচ্ছি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD