July 27, 2024, 12:56 am

সাঁথিয়ায় অপহরণ-চাঁদাবাজী মামলায় ছাত্রলীগ সম্পাদকসহ গ্রেপ্তার ৫

যমুনা নিউজ বিডিঃ অপহরণ ও চাঁদাবাজি মামলায় পাবনার সাঁথিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিবুল খান সানা ও সাবেক যুগ্ম আহবায়ক সরদার রুবেলসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

এর আগে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন হেলাল উদ্দিন নামে এক আদম ব্যসায়ী। হেলাল উদ্দিন উপজেলার ভদ্রকোলা গ্রামের বিল্লাল হোসেনের ছেলে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, সাঁথিয়া পৌর এলাকার কোনাবাড়িয়া এলাকার জামাল উদ্দিনের ছেলে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিবুল খান সানা (৩২), একই এলাকার সন্দ্বীপ কুমার (২৫), চক নন্দনপুর এলাকার উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মেহেদী হাসান রুবেল (৩৫), চর ভদ্রকোলা এলাকার ইয়াছিন আলী (৩৫) ও একই গ্রামের মিলন হোসেন (৪৫)।

মামলা সূত্রে জানা যায়, হেলাল উদ্দিনের কাছে গত রোববার (২৬ জুন) সন্ধ্যায় মাজগ্রাম বাজারে উপজেলা ছাত্রলীগ নেতা হাসিবুলসহ গ্রেপ্তার বাকিরা ১৫ লাখ টাকা চাঁদা দাবী করে মারপিট করে। জানতে পেরে হেলালের স্বজনরা ৯৯৯ এ ফোন দিলে সাঁথিয়া থানা পুলিশ হেলালকে রাত ৮ টার দিকে ফেস টু ফেস কার্যালয় থেকে উদ্ধার করে। এ সময় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিবুল খান সানাসহ পাঁচজনকে আটক করে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিবুল খান সানা ইতিপূর্বে এক ঠিকাদারের ম্যানেজারকে মারপিট ও চাঁদা দাবি করে। এ ব্যাপারে থানায় মামলা হয়। এছাড়াও ছানা ও রুবেলের বিরুদ্ধে সাংবাদিক হাবিবুর রহমান স্বপনকে লাঞ্চিত করার অভিযোগ রয়েছে।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন, ছাত্রলীগ নেতা ছানা ও রুবেলের বিরুদ্ধে আরো মামলা রয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD