April 19, 2024, 4:40 am

আশা ছিল ঘুরে দাঁড়ানোর বললেন তামিম

যমুনা নিউজ বিডিঃ আশা ছিল ঘুরে দাঁড়ানোর। প্রথম টেস্টের ব্যর্থতা ভুলে দ্বিতীয় টেস্টে ভালো কিছু করা। কিন্তু প্রথম প্রচেষ্টায় অনেকটাই ব্যর্থ হয়েছেন সাকিব-তামিমরা। ২৩৪ রানে ইনিংস গুটিয়ে নেয় বাংলাদেশ। ওপেনার তামিম ইকবাল এই ব্যর্থতার জন্য দুঃখ প্রকাশ করেছেন।

সেন্ট লুসিয়ায় প্রথম দিনের খেলা শেষে তামিম বলেন, ‘টেস্ট ক্রিকেটে এমন শুরু পেলে ইনিংসগুলো সাধারণত বড় হয়। দুঃখজনক এই ইনিংসটাকে বড় করতে পারিনি। দলের অভিজ্ঞ সদস্য হিসেবে এমন শুরু পেলে আমার উচিত ছিল সেটাকে বড় করা।’

আক্ষেপের সুরে তারকা এই ওপেনার বলেন, ‘বলটা হয়তো আমি ছেড়ে দিতে পারতাম। বলটি হুট করে উঠে আমার ব্যাটের স্টিকারে লাগে। আসলে এর জন্য অজুহাত দেওয়া ঠিক হবে না।’

ভালো শুরু করেও ইনিংস বড় করতে না পারা সম্পর্কে তামিম বলেন, ‘যদি জুটি বড় হয়, ইনিংসটাও বড় হয়। আমরা ভালো শুরু করেছি। কিন্তু বড় সংগ্রহ হয়নি। ১০৫ রানে দুই উইকেট ছিল, সেখান থেকে মিডল অর্ডারে ধস নামে। সুযোগ কাজে লাগাতে পারিনি।’

সেন্ট লুসিয়ায় সিরিজের দ্বিতীয় টেস্টে নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশ বড় সংগ্রহ গড়তে না পারলেও দলের পক্ষে সর্বোচ্চ ৫৩ রান করেন লিটন দাস। আট বাউন্ডারিতে ৭০ বলে এই ইনিংস খেলেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ তামিমের। নয় চারে ৬৭ বলে ৪৬ রান করেন তিনি।

দিনের শেষ দিকে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ৬৭ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। ৩২ রানে অপরাজিত জন ক্যাম্ববেল। তাঁর সঙ্গে আছেন ক্যারিবীয় অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট (৩০)।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD