December 3, 2023, 7:48 am
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদামদীঘি থানা পুলিশ অভিযান চালিয়ে পিতাপুত্রসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার ও তাদের নিকট থেকে নেশার ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা উদ্ধার করেছে। বুধবার দুপুরে আদমদীঘির বশিকোড়া ও সান্তাহার পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ ব্যাপারে আদমদীঘি থানায় মাদকের পৃথক দুটি মামলা হয়েছে।
আদমদীঘি থানা পুলিশ জানায়, বুধবার দুপুরে গোপন সংবাদের ভিক্তিতে বেলা ২টায় সান্তাহার ডেইলি বাজার সংলগ্ন বিসমিল্লাহ ফার্মেসির সামনে থেকে ১৫পিস নেশার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ কলসা কোচকুড়ি পাড়ার রেজাউল করিম (৪৫) ও তার ছেলে নিয়ম হোসেনকে গ্রেফতার করা এবং আদমদীঘির কুন্দগ্রাম ইউপির বশিকোড়া তিনমাথার মোড় নামক স্থানে জনৈক মোখলেছুর রহমানের পাউরুটির দোকান ঘরের ভিতর গাঁজা বিক্রি কালে ৪০ গ্রাম গাঁজাসহ আদমদীঘির বশিকোড়া লাদাপাড়ার মহির উদ্দিনের ছেলে মোখলেছুর রহমান (৫৫), একই গ্রামের সরদারপাড়ার রেজাউল ইসলামের ছেলে শহিদ ইসলাম (২২) ও দক্ষিনপাড়ার আফজাল হোসেনের ছেলে রায়হান (৩৮) কে গ্রেফতার করা হয়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা জানান, বিকেলে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরন করা হয়েছে।