April 19, 2024, 9:39 pm

সারিয়াকান্দিতে যমুনার পানি সামান্য কমলেও দুর্ভোগে বানভাসীরা

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর পানি কমতে শুরু করেছে। যমুনা নদীর পানি কমলেও কমেনি বানভাসী মানুষের দুর্ভোগ। পানি বন্দি হয়ে আছে ৫৬ হাজার ৭২০ জন মানুষ। বসতঘরে বন্যার পানি উঠলেও সেখানেই নানা দুর্ভোগ মোকাবিলা করে গরু ছাগল নিয়ে অতি কষ্টে সেখানেই অবস্থান করছে বন্যা কবলিত এলাকার অনেক পরিবারের লোকজন। স্থানীয় পানি উন্নয়ন বোর্ড সুত্রে জানা গেছে, বুধবার সকাল ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত যমুনা নদীর পানি ১ সেঃ মিঃ কমে বিপদসীমার ৬৩ সেঃ মিঃ ওপর দিয়ে প্রবাহিত হয়। সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর সুত্রে জানা গেছে, বন্যা কবলিত এলাকার ৫৬ হাজার ৭২০ জন মানুষ এবং লক্ষাধীক গবাদিপশু পানি বন্দি হয়ে আছে। উপজেলায় ৪২টি প্রাথমিক বিদ্যালয় এবং ৭টি মাধ্যমিক বিদ্যালয়ে পাঠ দান স্থগিত করা হয়েছে। ২ হাজার ৭শ’ ৮৯ হেক্টর জমির ফসল বন্যার পানিতে আক্রান্ত হয়েছে। ৬৬টি পুকুর ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ শুরু হয়েছে। গত মঙ্গলবার বিকেলে বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করে বগুড়ার জেলা প্রশাসক মো ঃ জিয়াউল হক।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD