April 26, 2024, 5:19 pm

বগুড়ায় টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন

স্টাফ রিপোর্টার : পবিত্র ঈদ-উল- আযহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে দেশ ব্যাপী ভতুর্কি মূল্যে টিসিবি‘র পণ্য বিক্রির অংশ হিসেবে বগুড়াতেও বুধবার সকাল সাড়ে ৯ টা থেকে এ কার্যক্রমের উধোধন করা হয়েছে। বগুড়া জেলা প্রশাসক মো: জিয়াউল হক পৌর এলাকার ৫ নম্বর ওযার্ডে টিসিবি‘র পণ্য বিক্রির কার্যক্রমের উদ্বোধন করেন। এ কার্যক্রম চলবে আগামী ২৯ জুন পর্যন্ত।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মাসুম আলী বেগ, সদর উপজেলা নির্বাহী অফিসার সমর কুমার পাল, সদর উপজেলা চেয়ারমান আবু সুফিয়ান সফিক, পৌর মেয়র রেজাউর করিম বাদশা, অতিরিক্ত পুলিশ সুপার শরাফত হোসেন প্রমুখ।

জেলার ১২টি উপজেলায় ও পৌরসভার ১ লাখ ৬৩ হাজার ২০০ পরিবার এ সুবিধা পাবে। বগুড়া পৌরসভায় ২৬ হাজার ৩৪৪ পরিবার এ সুবিধার আওতায় আসবে বলে জানান বগুড়া সদর উপজেলা নির্বাহী অফিসার সমর কুমার পাল।

টিসিবি ৩টি পণ্য বিক্রি করবে। এরমধ্যে চিনি ৫৫ টাকা কেজি, মশুর ডাল ৬৫ টাকা কেজি এবং সয়াবিন১১০ টাকা লিটার দরে বিক্রি করা হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD