October 4, 2024, 11:50 am
স্টাফ রিপোর্টার : বগুড়ায় ৪ কেজি ৭শ’ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে আর্মড ব্যাটালিয়ন পুলিশ। রোববার সকালে সাড়ে ৫টার দিকে বগুড়ার সিলিমপুর এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার মন্দবাগ গ্রামের হারিছ মিয়ার ছেলে সাইফুল ইসলাম (২৪) ও নওগাঁ জেলার বদলগাছী থানার ভরট্ট গ্রামের মৃত বাহার আলী তলবদারের ছেলে বাবু তলবদার (৩২)কে উপরোক্ত মাদকসহ গ্রেফতার করা হয়।
রোববার দুপুরে আর্মড ব্যাটালিয়ন পুলিশ কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বগুড়ার পুলিশ সুপার মোঃ জয়নুল আবেদীনের নির্দেশে সহকারী পুলিশ সুপার মাহাবুব-উল আলমের নেতৃত্বে সঙ্গীয় এসআই(নিঃ) আল-আচানুল কবির, কনস্টেবল মোঃ গোলাম আজম, মোঃ মানিক মিয়া, মোঃ রিপন মিয়া, মোঃ শাহীন আলম ও নারী কনস্টেবল মোছাঃ খাদিজা খাতুনের সহায়তায় রোববার বগুড়ার সিলিমপুর র্যাংকস মাহিন্দ্রা মোটর ওয়ার্কসপের গেটের সামনে (ঢাকা-রংপুর মহাসড়ক) পাকা রাস্তার উপর মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৪ কেজি ৭শ’ গ্রাম গাঁজা, যার অবৈধ বাজার মূল্য আনুমানিক ২ লক্ষ ৩৫ হাজার টাকাসহ আসামী সাইফুল ও বাবুকে গ্রেফতার করা হয়। পরে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন একটি মামলা দায়ের করা হয়েছে।