April 18, 2024, 2:44 am

বগুড়া জেলা শিল্পকলা একাডেমির সম্মাননা পেলেন ১০জন

ষ্টাফ রিপোর্টারঃ সংস্কৃতির ক্ষেত্রে সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরুপ-২০২০ ও ২০২১ বগুড়ায় জেলা শিল্পকলা একাডেমির সম্মাননা পেলেন জেলার ১০ গুণী শিল্পী। রোববার সন্ধ্যা ৭টার দিকে একামেডির মিলনায়তনে এ আয়োজন করা হয়। এ উপলক্ষে সম্মাননা প্রদান, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করে জেলা শিল্পকলা একাডেমি। বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নিলুফা ইয়াছমিনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন প্রধান অতিথির প্রতিনিধি অতিরিক্ত জেলা ম্যাজিট্রেট সালাহউদ্দিন আহমেদ। জেলা কালচারাল অফিসার শাহাদৎ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো মোতাহার হোসেন (ডিএসবি), জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সভাপতি তৌফিক হাসান ময়না। সম্মাননা- ২০২০ প্রাপ্ত গুণী শিল্পীরা হলেন-শ্রী গুরুদাস পোদ্দার (কণ্ঠসংগীত), সৈয়দ আশিক হোসেন (নৃত্যকলা), শফিউল আযম কমল (ফটোগ্রাফি), সাদেকুর রহমান (নাট্যকলা), শচীন্দ্র নাথ পাল (যাত্রাশিল্প) এবং সম্মাননা ২০২১ প্রাপ্ত গুণী শিল্পীরা হলেন- ইবনে খালদুন রাজন (কণ্ঠসংগীত), বিমল কবিরাজ (যন্ত্রসংগীত), মো. আব্দুর রহিম (চারুকলা), খলিলুর রহমান (নাট্যকলা) ও মোছা. সুলতানা পারভীন (আবৃত্তি)। অনুষ্ঠানে সম্মাননা প্রাপ্ত গুণী শিল্পীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। প্রত্যককে দশ হাজার টাকার চেক, মেডেল, উত্তরীয় ও সনদপত্র প্রদান করা হয়। সম্মাননা প্রদান শেষে জেলা শিল্পকলা একাডেমি প্রশিক্ষণার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী, অভিভাবকম-লী, সাহিত্যিক, সাংবাদিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক কর্মীসহ বগুড়ার সর্বস্তরের মানুষ স্বতঃস্ফুর্ত ভাবে অনুষ্ঠানটি উপভোগ করেন ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD