April 19, 2024, 6:58 pm

বিশ্বনবীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

স্টাফ রিপোর্টার রাশেদ : বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) এবং উম্মুল মুমিনীন হযরত আয়েশা (রাঃ) এর সম্পর্কে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতা নূপুর শর্মা ও নবিন জিন্দালের অবমাননাকর মন্তব্যের প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বগুড়ার সাধারণ শিক্ষার্থীরা। রবিবার (১৯ জুন) দুপুরে শহরের সাতমাথা চত্বরে বগুড়া আদর্শ কলেজ এর শিক্ষার্থীদের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়। বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করে বিশ্বব্যাপী অশান্তি সৃষ্টি করছে। উগ্রবাদী বিজেপি নেতাদের মহানবী সা. ও উম্মুল মুমিনীন হযরত আয়েশা রা. সম্পর্কে অবমাননাকর মন্তব্য করে বিশ্বের কোটি কোটি মুসলমানের হৃদয়ে আঘাত করেছে। শিক্ষার্থীরা আরো বলেন, নূপুর শর্মা এবং নবীন কুমার জিন্দালকে গ্রেফতার করে সুষ্ঠ বিচার করতে হবে। এজন্য মোদী সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তারা। এদিন বেলা সাড়ে ১২টায় বগুড়া আদর্শ কলেজ এর সাধারণ ছাত্র-ছাত্রীরা ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেছে। শিক্ষার্থীরা মিছিল নিয়ে সাতমাথা চত্বরে এসে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে আবার সেখানেই এই কর্মসুচীর সমাপ্ত করা হয়।।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD