March 29, 2024, 8:30 am

পৃথিবীর আলো দেখতে চায় শিশু নুসরাত জাহান নিশা

পৃথিবীর আলো দেখতে চায় ছোট শিশু মোছা: নুসরাত জাহান নিশা (৯)। বগুড়া সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৩য় শ্রেনীর মেধাবী শিক্ষার্থী নিশা শহরের মধ্য পালশা খন্দকার পাড়ার দরিদ্র নিজাম মোল্লার বড় মেয়ে। তার বাবা শহরের ছহির উদ্দিন নিউ মার্কেটের বেলাল স্পোর্টস এর কর্মচারী। গ্লুকোমার সমস্যাজনিত কারণে শিশু নিশা’র এক চোখে আলো নেই, অন্য চোখে কোনমতে দেখে। জন্মের ৩ দিন পর থেকেই বাবা-মা বুঝতে পারে মেয়ের বাম চোখে আলো নেই। তার এই চোখ আর কখনও ভালো হবে না বলে চিকিৎসকরা জানিয়েছেন। তবে ডান চোখে সে দেখলেও ঝাপসা দেখে, এতে করে তার পড়াশুনার ব্যাঘাত ঘটছে। বর্তমান এক চোখেই চিকিৎসা চলছে, তার এই চোখের আলো ফেরাতে দ্রুত অপারেশন করার জন্য ভারতের চেন্নাইয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। অপারেশন করতে ৫ লাখ টাকার প্রয়োজন। তার হতদরিদ্র বাবা মায়ের পক্ষে এ চিকিৎসার ব্যয় বহন করা সম্ভব নয়, তাই সহযোগিতা প্রয়োজন। জন্ম থেকেই এক চোখে আলো নিয়ে বেড়ে উঠা ছোট্ট শিশু নিশা’র অপারেশন করা না হলে একেবারেই নিভে যেতে পারে তার একমাত্র চোখের আলো। পৃথিবীর আলো বাতাস দেখেই বড় হতে চায় নিশা। তাই মেয়ের চোখের আলো ফেরাতে সমাজের সামর্থবানদের কাছে আর্থিক সহায়তা চেয়েছেন নিশার বাবা নিজাম। খবর বিজ্ঞপ্তি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD