August 13, 2022, 2:59 pm
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওখাঁদা গ্রাম থেকে যুবক সাগর আহমেদের (২৮) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই গ্রামের জেকের আলীর ছেলে।
তাড়াশ থানার ওসি শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত কওে জানান, সাগর বিয়ের পর থেকে কাজকর্ম না করায় পারিবারিক কলহ লেগেই থাকত। একপর্যায়ে স্ত্রী বাবার বাড়িতে বেড়াতে গেলে বুধবার গভীর রাতে সে নিজ ঘরের তীরের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। পুলিশ বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে এবং কোনো অভিযোগ না থাকায় তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।