March 25, 2023, 4:13 pm
ষ্টাফ রিপোর্টারঃ বছর ব্যাপী ফল চাষে, অর্থ পুষ্টি দুই-ই আসে’ এই প্রতিপাদ্য নিয়ে বগুড়ায় তিনদিন ব্যাপী শুরু হয়েছে ফল মেলা। বৃহস্পতিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্তরে কৃষি সম্প্রসারন অধিদপ্তর ও উপজেলা কৃষি অফিসের আয়োজনে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক জিয়াউল হক । আষাঢ় মাসের ২য় দিনে ফলের এই মেলা জমে উঠেছে । বাংগালীর ফলের রাজা আম কাঠাল ও আরও উঠেছে জাম । মেলায় বিভিন্ন স্থান থেকে আগত ফল ও ফলের চারার ১০টি ষ্টল বসেছে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিপ্তরের উপ-পরিচালক কৃুষিবিদ দুলাল হোসেন , সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান শফিক ও সদর উপজেলা নির্বাহী অফিসার সমর কুমার পাল উপজেলা কুষি অফিসার কুষিবিদ মাহফুজ আলম । পরে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।