September 11, 2024, 1:28 pm
যমুনা নিউজ বিডিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াত সমর্থিত মটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোঃ সেফাউল মুলক বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।
তিনি ভোট পেয়েছেন ১৬ হাজার ৫ শ ৯১। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের দলীয় মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ বেনাউল ইসলাম নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ৮ হাজার ৪শ ৮৪ ভোট।
বুধবার (১৫ জুন) সকাল ৮ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত।বিরতহীন ভোটগ্রহণ ভোটারদের মাঝে ছিলো আনন্দ, উৎসাহ আর উদ্দীপনা। তবে, প্রথমবারের মতো ইভিএম-এ ভোটগ্রহণ হওয়ায় কম সময়ে সহজেই ভোটারর। ভোটারাধিকার প্রয়োগ করতে পেরেছেন।ভোটগ্রহণ চলাকালে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।