March 29, 2024, 3:07 pm

সিরাজগঞ্জে শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনামূলক কর্মশালা আয়োজিত

তারিকুল আলম, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জে পরিবেশ অধিদপ্তরের বাস্তবায়নে শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় সচেতনামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ।

সোমবার (১৩ জুন) সকাল ১০টায় শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ মনির হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মো: মোবারক হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জসিমউদ্দিন, সিরাজগঞ্জ প্রেসক্লাবে সভাপতি হেলাল আহমেদ, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু, পরিবেশ অধিদপ্তর সিরাজগঞ্জের পরিচালক আব্দুল গফুর সহ বিভিন্ন সরকারি দপ্তরে কর্মকর্তা কর্মচারী এই সময় উপস্থিত ছিলেন ।

এ সময় প্রধান অতিথি ড. ফারুক আহাম্মদ বলেন, দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে হবে। বিশেষ করে আমরা শব্দ পরিবেশন না করে সুন্দর পরিবেশ উপহার দিতে পারি আমাদের এই সুন্দর সমাজ ও দেশ কে। আমাদের সকল নাগরিক কে সচেতন হতে হবে। বিশেষ করে শহরে প্রতিটি গুরুত্বপূর্ণ জায়গায় যেমন সরকারি হাসপাতাল, স্কুল, কলেজ, প্রশাসনের অফিস আদালতে সামনে থেকে শব্দ দূষণ থেকে দুরে রাখতে এক সাথে সকলের ঐক্য বদ্ধ থাকতে হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD