March 23, 2023, 5:42 pm
সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : দ্রব্যমূল্যের উর্ধগতির প্রতিবাদে সোমবার বিকেলে বগুড়ার সোনাতলায় উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি স্থানীয় ঘোড়াপীর থেকে শুরু হয়ে আবার ঘোড়াপীরে এসে শেষ হয়। মিছিল শেষে ঘোড়াপীর মোড়ে উপজেলা বিএনপির সভাপতি, বগুড়া জেলা বিএনপির সদস্য ও সোনাতলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আহসানুল তৈয়ব জাকিরের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সদস্য ডাঃ মামুনুর রশীদ মিঠু।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান নিপুর সঞ্চালনায় সমাবেশ বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আবু নাসের ওয়াহেদ নবেল।