April 23, 2024, 1:04 pm

বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

পাবনা প্রতিনিধি: পাবনা সুজানগর উপজেলার পদ্মা নদীতে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। রোববার (১২ জুন) দুপুরে উপজেলার লক্ষীপুর গ্রামে নদীর পাড়ে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সেখানে ভুক্তভুগী কৃষকরা অভিযোগ করে বলেন, সুজানগর উপজেলার ভায়না, লক্ষীপুর, চলদা, চরতারাপুর, চর মানিকদীর, চরবিশ্বনাথপুরে একটি প্রভাবশালী মহল ইজারা নিয়ে পদ্মা নদীর বিভিন্ন জায়গা থেকে অপরিকল্পিতভাবে ড্রেজার দিয়ে বালু কেটে নেবার ফলে শত শত বিঘা আবাদি জমি ঝুঁকির মুখে পড়েছে। দুই ফসলী জমিতে পাট, ধান, বাদাম, তিল, ভূট্রা, পেয়াজ, রসুন, ছোলা সহ নানা ফসল আবাদ হয়। সাধারণ কৃষকদের একমাত্র জীবিকা নির্বাহ করে এই সকল চরের জমি দিয়ে। অবিলম্বে এই অপরিকল্পিত বালু উত্তোলন বন্ধ না হলে শত শত কৃষকের জমি নদীর গর্ভে বিলীন হয়ে যাবে বলে আশঙ্কা করছেন নদীপাড়ের কৃষকরা। এজন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা। মানববন্ধনে বক্তব্য দেন, ইয়াছিন প্রমানিক, রশিদ আলী শেখ, আকবর মন্ডল, হাশেম শেখ, আমিরুল, হিলাল, বাচ্চু শেখ, নবী প্রমানিক সহ অনেকে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD