May 22, 2024, 11:21 pm

যুক্তরাষ্ট্রে পেট্রোলের দামের নতুন রেকর্ড

যমুনা নিউজ বিডিঃ প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে গ্যালন প্রতি পেট্রোলের দাম ৫ মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। ফলে দেশটিতে মূল্যস্ফীতি পরিস্থিতি আরো নাজুক হয়ে উঠতে পারে।

শনিবার (১১ জুন) এএএ ডেটা থেকে পাওয়া তথ্য অনুযায়ী , গত আট সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রে পেট্রোলের দাম ক্রমাগতভাবে বেড়েই চলেছে। টানা ১ ৫দিন ধরেই এই বৃদ্ধি অব্যাহত আছে। দেশটিতে গত ৩৩ দিনের মধ্যে পেট্রোলের দাম ৩২ বার বৃদ্ধি পেয়েছে।

১৫ এপ্রিল যখন পেট্রোলের তাম বৃদ্ধি পেতে শুরু করে তখন জাতীয় গড় দাম গিয়ে দাঁড়িয়েছিল ৪ দশমিক ০৭ ডলারে। কিন্তু গত দুই মাসে ওপিআইএস অনুযায়ী যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বেড়েছে ২৩ শতাংশ।

এদিকে মিশিগান ইউনিভার্সিটির এক সমীক্ষা অনুসারে, মুদ্রাস্ফীতির কারণে ভোক্তাদের আস্থা শুক্রবার অনেকটাই কমে গেছে।

বিশ্লেষকরা জানান, বৈশ্বিক সমস্যাগুলো অপরিশোধিত জ্বালানির দামকে বাড়িয়ে দিয়েছে। সামনের দিনে গ্যাসের দাম আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

মূলত দুটি কারণে গ্যাসের দাম বৃদ্ধি পাচ্ছে এর মধ্যে একটি করোনা মহামারি এবং অন্যটি ইউক্রেনে রাশিয়ার আক্রমণ।

এ ছাড়া কোভিড -১৯ বৃদ্ধির সময় চীন আরোপিত কিছু বিধিনিষেধ এবং লকডাউন শিথিল করবে এই আশায় সম্প্রতি তেলের দাম আরো বেড়েছে। মূলত চীন বিশ্বের বৃহত্তম জ্বালানি ভোক্তা হিসেবে পরিচিত।
খবর সিএনএন

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD