June 1, 2023, 2:55 am
গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বগুড়া গাবতলীর সুখানপুকুর ইউনিয়ন আ.লীগের ৯জন নেতাকর্মী তাদের দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন। শনিবার সুখানপুকুর ইউনিয়ন আ.লীগের সভাপতি নিলাদ্রী শেখর সিংহ বিঠু এবং সাধারণ সম্পাদক রেজাউল করিম রানা’র নিকট এই অব্যাহতিপত্র জমা দেন। পারিবারিক ও ব্যক্তিগত সমস্যার কারণ দেখিয়ে আ.লীগের ওই ৯জন নেতাকর্মী তাদের দলীয় পদ থেকে অব্যাহতি চেয়েছেন। এরা হলেন, সুখানপুকুর ইউনিয়ন আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অশোক কুমার সাহা, যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক মুক্তার আলী, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মিঠু অধিকারী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সুমন কর্মকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক উদয় সিংহ, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, সহ- উপ-প্রচার সম্পাদক পিন্টু মিয়া, সদস্য স্বাধন সরকার ও ৫নং ওয়ার্ড আ’লীগের সদস্য খোকন সরকার। এ ব্যাপারে সুখানপুকুর ইউনিয়ন আ.লীগের সভাপতি নিলাদ্রী শেখর সিংহ বিঠুর সঙ্গে গতকাল বিকেলে মোবাইল ফোনে কথা বলা হলে তিনি বলেন, সুখানপুকুর ইউনিয়ন আ.লীগের ৯ জন নেতাকর্মীর দলীয় পদ থেকে অব্যাহতিপত্র আমি গ্রহণ করেছি। কিন্তু আ’লীগের ওই ৯ জন নেতাকর্মীকে অব্যাহতি দেয়ার বিষয়ে এখনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি বলে তিনি জানান।