April 19, 2024, 1:14 pm

যুক্তরাষ্ট্র ভ্রমণে শিথিল হচ্ছে করোনা বিধিনিষেধ

যমুনা নিউজ বিডিঃ বিমান ভ্রমণের ক্ষেত্রে করোনা বিধিনিষেধ শিথিল করতে চলেছে যুক্তরাষ্ট্র। দেশটিতে প্রবেশের ক্ষেত্রে ভ্রমণকারীর প্রয়োজন হবে না করোনা নেগেটিভ সনদ।

রোববার (১২ জুন) থেকে কার্যকর হবে এ নিয়ম। কর্তৃপক্ষ বলছে, করোনার সংক্রমণ উল্লেখযোগ্য হারে কমে আসায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে দুই ডোজ ভ্যাকসিন গ্রহণের বিধিনিষেধ এখনও জারি রেখেছে প্রশাসন।

আগামী তিন মাসের মধ্যে এ নীতি পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন। এ বিধিনিষেধ শিথিলের মাধ্যমে সংক্রমণ বাড়লে নীতিমালা পুনর্বহাল করবে সংস্থাটি।

যুক্তরাষ্ট্র ছাড়াও যুক্তরাজ্য, কানাডা, ইতালিও চলতি মাস থেকেই কার্যকর করবে এ নিয়ম। এর আগে ২০২১ সালে দেশটিতে ভ্রমণের ক্ষেত্রে করোনার নেগেটিভ টেস্ট জমা দেয়ার বাধ্যবাধকতা আরোপ করে কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD