June 23, 2024, 3:39 pm

মা হচ্ছেন অভিনেত্রী প্রসূন আজাদ

যমুনা নিউজ বিডিঃ মডেল ও অভিনেত্রী প্রসূন আজাদ এখন পুরোদস্তুর সংসারী মানুষ। শোবিজকে বিদায় জানিয়েন এক প্রকার। ব্যক্তিগত জীবনের এক সুখবর জানা গেল অভিনেত্রীর, মা হচ্ছেন তিনি।

গণমাধ্যমকে এই সুখবর জানিয়ে প্রসূন বলেন, ‘এখনো আর্লি স্টেজে আছি, এ সময়টা খুব সাবধানে থাকতে বলেছেন চিকিৎসক। আমিও কোনো ভারী কাজ করছি না। বিশ্রামে আছি আর অনাগত সন্তানকে নিয়ে ভাবছি।’

এর আগে গেল বছরের ৩০ জুলাই দীর্ঘদিনের বন্ধু ফারহান গাফফারের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন প্রসূন। প্রসূন আজাদের বর ফারহান গাফফার পেশায় একজন ব্যবসায়ী এবং ফার্ম হাউসের মালিক। গেল বছরের জুনে আংটি বদল হয় তাঁদের।

তারও আগে ২০১৬ সালে অস্ট্রেলিয়া প্রবাসী মুহাইমিন সানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন প্রসূন। সে সংসার স্থায়ী ছিল দেড় বছর।

২০১২ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়ে ক্যারিয়ার শুরু করেন প্রসূন। তবে, দীর্ঘদিন নানা জটিলতায় শোবিজে বেশ অনিয়মিত তিনি। তাঁর সবশেষ মুক্তি প্রাপ্ত সিনেমা ‘পদ্মপুরাণ’।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD