March 21, 2023, 7:35 am
যমুনা নিউজ বিডিঃ পাকিস্তানের বালুচিস্তানে একটি যাত্রীবাহী ভ্যান গিরিখাতে পড়ে ২২ জন নিহত হয়েছে। আজ বুধবার সকালে ঝব ন্যাশনাল হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে। লোরালাই থেকে ঝবের উদ্দেশে ছেড়ে যাওয়া ভ্যানটিতে ২৩ জন যাত্রী ছিল বলে সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন স্থানীয় ডিসি হাফিজ মুহাম্মদ কাসিম। তিনি বলেন, ‘আখতারজাই এলাকার কাছে পাহাড়ের চূড়া থেকে বাহনটি পড়ে যায়। এসময় বাহনটিতে থাকা ২২ দুর্ঘটনায় নিহত হয়েছেন।’
উদ্ধারকারীরা একটি ছোট ছেলেকে উদ্ধার করে কোয়েটা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছে। নিহতদের মধ্যে পাঁচ শিশু, পাঁচজন নারী ও ১১ জন পুরুষ। তবে এখনও দুর্ঘটনার কারণ জানা যায়নি। এই ঘটনায় পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি শোক জানিয়েছেন।