March 27, 2023, 5:23 pm
গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার গাবতলীতে হাতি দেখতে এসে লাশ হলো হাসান মিয়া নামের নয় বছরের এক শিশুর। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের তরণীহাট পূর্বপাড়া গ্রামে পাকা সড়কের উপর এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ইতিপূর্বে ঝড়ে উল্লেখিত তরণীহাট পূর্বপাড়া গ্রামে পাকা সড়কের ধারে একটি ইউক্যালিপ্টাস গাছের বড় ডাল ঝুলে ছিল। গতকাল মঙ্গলবার বিকেলে ওই সড়ক দিয়ে সিলেট থেকে আসা একটি হাতি বালিয়াদিঘী যাবার পথে ঝুলে থাকা ওই ডালটি ভেঙে ফেলে। তখন হাতি দেখতে আসা তরণীহাট পূর্বপাড়া গ্রামের ভ্যানচালক ভোধন সাহার শিশুপুত্র হাসান ওই ডালের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে থানার ওসি (তদন্ত) জামিরুল ইসলাম, এস.আই সোলাইমান আলীসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জামিরুল ইসলাম বলেন, ঝড়ে ভেঙে পড়া ইউক্যালিপ্টাসের ডালের চাপায় শিশুটি মারা গেছে। তবে কারো কোন আপত্তি না থাকায় ময়না তদন্ত ছাড়াই শিশুটির লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।